বিরোধী দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ চলাকালীন সময়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশত নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে পুলিশ গণহারে গ্রেফতার শুরু করেছে। খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের কোনো ধরনের মামলা ও অপরাধ না থাকা সত্ত্বেও তাদেরকে বাসা-বাড়ি ও কর্মস্থল থেকে গ্রেফতার করা হচ্ছে। আমরা পুলিশের এই ঘৃণ্য আচরণের প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃত মেহনতি শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তারা বলেন, পুলিশ রাজনৈতিক আন্দোলন দমনের নামে বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। যা অনাকাক্সিক্ষত। ট্রেড ইউনিয়ন সংগঠন কোনো রাজনৈতিক প্ল্যাটফরম নয়। এটি শ্রমিকদের প্রাণ কেন্দ্র। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের মঞ্চ। এটি পুলিশের অজানা নয়। তা সত্তে¡ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে গ্রেফতার করে পুলিশ শ্রমিকদের অন্তরে আঘাত দিয়েছে।
যে সকল নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকই শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য। শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে রাজপথের সারথী। শ্রমিকদের সুখে-দুখে তারাই পাশে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য পুলিশ এসব দরদী শ্রমিকবান্ধব নেতাকর্মীদের টার্গেট করে গ্রেফতার শুরু করেছে। আজ পুলিশের কারণে শ্রমিকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে সকল নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদের পরিবার গুলো নিদারুণ কষ্ট ভোগ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকার কারণে আজ সে সব পরিবারে চুলা জ্বালানোর মত অবস্থা নেই। তারা অনাহারে দিনাতিপাত করছে। আজ ছোট ছোট মাসুম বাচ্চারা বাবার প্রতিক্ষায় দিনগুনছে।
আমরা পুলিশ প্রশাসনের প্রতি স্পষ্টভাষায় বলতে চাই, সকল ধরনের গণগ্রেফতার বন্ধ করুন। সকল মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া বন্ধ করুন। অতীতের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির ব্যবস্থা গ্রহণ করুন। শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিন। আপনারা ভুলে যাবেন না শ্রমিকদের গায়ের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাদের পরিশ্রমের বদৌলতে আপনারা বেতন-ভাতা পেয়ে থাকেন। শ্রমিকদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করুন। তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।