বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন, ইসলাম প্রিয় জনতার হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন ও বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
আজ এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এদেশের আপামর জনতার প্রিয় মানুষ ছিলেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নপ্রান্তে কুরআনের দাওয়াত ছড়িয়ে দিতে তিনি সদা তৎপর ছিলেন। শুধুমাত্র কুরআনের আহ্বান ছড়িয়ে দেওয়ার কারণে সরকার তাঁর ওপর শতাব্দের বড়ো জুলুম চালিয়েছে। সরকার তাঁকে বৃদ্ধ বয়সে ১৩ বছরের অধিক সময় কারাগারে বন্দি রেখেছে। তাঁকে কারাগারে সুচিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তেও তাঁকে সুচিকিৎসা প্রদান করা হয়নি।
আল্লামা সাঈদী দৃঢ়তা ও নির্ভীক উচ্চারণে স্পষ্ট করেছেন তিনি নিরাপরাধ। তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এদেশের মানুষও সরকারের ঘৃণ্য ষড়যন্ত্র মুখ থুবড়ে প্রত্যাখান করেছে। কুরআনের পাখি আল্লামা সাঈদী কে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। তিনি মানুষের হৃদয়ে চির অমলিন থাকবেন।
নেতৃদ্বয় বলেন, এদেশের প্রতিটি জনপদে আল্লামা সাঈদী কুরআনের দাওয়াত নিয়ে ছুটে যেতেন। পথহারা মানুষদের কুরআনের পথে আনার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁর সুমিষ্ট কণ্ঠে এবং সহজ-সরল ভাষায় কুরআনের আহ্বান বহু পথহারা মানুষকে হেরারপথে ফিরিয়ে এনেছে। তাঁর জ্ঞানগর্ভ তাফসির এদেশের সকল দলমতের মানুষের কাছে বিতর্কের ঊর্ধ্বে ছিল। কুরআন ও ইসলামের প্রতি তাঁর নিবেদন বাতিলের কাছে মূর্তিমান আতঙ্ক ছিল। তাঁর মাহফিলে মানুষ যেভাবে পঙ্গপালের ন্যায় ছুটে আসতো, তাতে বাতিল ও তাগুতি শক্তিরা সর্বদা তটস্থ থাকতো।
মহান জাতীয় সংসদে ইসলামের পক্ষে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর ক্ষুরধার যুক্তি ইসলাম বিরোধী মহলকে বারবার পরাজিত করেছে। পরাজিতরা তাঁকে হত্যার মাধ্যমে কুরআনের আওয়াজ নিভিয়ে দিতে চেয়েছে। আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিচ্ছি, এদেশের মানুষের মনে কুরআনের যে আলো প্রজ্জ্বলিত হয়েছে তা আর কখনো নিভে যাবে না। বরং দিন যত যাবে কুরআনের আলো ততবেশি ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন শোকাহত মানুষদের ধৈর্য ধারণ করার তাওফিক দিন। মরহুমের ভুলত্রুটি ক্ষমা করুন এবং কুরআনের খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।