বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান (৭২) গতকাল সকাল ১১ টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি ২ স্ত্রী, ৩ পুত্র ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা নামাজ নগরের খুলশী ঝাউতলা বাজারস্থ ডিজেল কলোনী মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ফেডারেশনের মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহাজাহান। দ্বিতীয় জানাযা নামাজ মরহুমের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আমিশা ইউনিয়নের মোল্লা পাড়া মুনশিকুপুর পাড়ে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম আবু তাহের খান-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান।
আজ এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। একই সাথে মরহুমের স্বজনদের শোক কাটিয়ে ধৈর্য ধারন করার শক্তি দান করার জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, মরহুম আবু তাহের খান একজন সংগ্রামী মানুষ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে দেশকে শত্রু মুক্ত করেছেন। আজীবন মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ে ছিলেন আপোষহীন ও সম্মুখসারির নেতা। শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় এ নেতা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিরলস কাজ করে গিয়েছেন।
মরহুমের উভয় জানাযা নামাজে অংশগ্রহণ করেছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, মুজিবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শীর বাঙালি, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আহসানুল্লাহ, অধ্যাপক জাফর সাদেক, উত্তর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, উপদেষ্টা আলাউদ্দিন শিকদার, দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নাল আবেদীন, মহানগরের উপদেষ্টা নজরুল ইসলাম, অধ্যক্ষ নুরুল আমিন, মুহাম্মদ উল্লাহ, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, শ্রমিক নেতা ডা. আব্দুল ওয়াছি, মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, ফেডারেশনের উত্তর জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আযাদ, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন, সাধারণ সম্পাদক আরিফুর রশিদ, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি শামসুল আলম, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কোতোয়ালী থানার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম, রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সাবেক সভাপতি এবিএম এহতেশাম উদ্দিন, বন্দর শ্রমিক নেতা কাজী জাহাঙ্গীর হোসাইন, শ্রমিক নেতা মুখতার হোসাইন শিকদার, মুহাম্মদ নুরুন্নবী, হামিদুল ইসলাম ও মনিরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিক-জনতা।