বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, বন্যা দুর্গত শ্রমজীবী মানুষদের পুর্নবাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন সিলেটের এই ভয়াবহ বন্যায় অসংখ্য শ্রমজীবী মানুষের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আবার বন্যার কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মহারিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পুর্নবাসন প্রকল্পের অংশ হিসেবে সিলেট জেলা উত্তরের বিভিন্ন উপজেলায় বন্যা দুর্গত শ্রমজীবীদের জন্য গৃহ নিমার্ণের পর উদ্বোধন কালে এসব কথা বলেন। এই সময় তিনি শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, ঠেলাগাড়ি বিতরণ করেন।
ফেডারেশনের জেলা সভাপতি নিজাম উদ্দিন খান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়া, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমাদ, সাবেক সিলেট মহানগর সভাপতি জয়নাল আবেদীন, সিলেট মহানগর সভাপতি জামিল আহমদ রাজু, সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, ইসলামী শ্রমনীতি শ্রমিকদের যে মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে পৃথিবীর অন্যকোন মতবাদ শ্রমিকদের সেই মর্যাদা ও অধিকার দেয়নি। আজ এই নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পথ হারা শ্রমিকদের মুক্তির জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের সত্যিকার মুক্তি ও কল্যান সাধনে ইসলামী শ্রমনীতির সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুনিয়াবাসীকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে শোষণমুক্ত অর্থনীতি বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন তা বিশ্বের শ্রমিক আন্দোলনের জন্য এক সুস্পষ্ট দিক-নির্দেশনা। এ নীতি বাস্তবায়নের মাধ্যমেই পৃথিবীর শোষিত, নির্যাতিত, মেহনতী, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।