বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, সারাদেশে ভয়াবহ বন্যা চলছে। লাখ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে নিজ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন-যাপন করছে। সেখানে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, ঔষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট রয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। একই সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের সামর্থ্যবান মানুষদেরকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে। বন্যার পানি হয়ত খুব দ্রুত নেমে যাবে। কিন্তু বন্যার কারণে অনেক ধরনের সমস্যা বন্যা কবলিত মানুষকে বহন করতে হবে। সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবিলা করতে এখনই পদক্ষেপ নিতে হবে।
তিনি আজ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, ফেডারেশনের ময়মনসিংহ জেলা সভাপতি মাহবুবুর রশিদ ফরাজি, নেত্রকোনা জেলার উপদেষ্টা মাসুম মোস্তফা, নেত্রকোণা জেলা সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলমান্দা উপজেলা সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বন্যা আমাদের দেশের জন্য নিয়মিত দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বন্যায় দেশের বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হয়। বর্তমান বিশে^র আধুনিক দেশ গুলো বিভিন্ন প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক দুর্যোগকে নিয়ন্ত্রণ করে ক্ষয় ক্ষতির পরিমাণ কমিয়ে আনছে। আমাদের দেশেও একই ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে।