বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শামীম আহমেদ-এর পরম শ্রদ্ধেয় পিতা জনাব মু. আব্দুল হাই মোল্লা (৭৯) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব আব্দুল হাই মোল্লা-এর ইন্তিকালে আমরা একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।
উল্লেখ্য মরহুম মু. আব্দুল হাই মোল্লা আজ বিকাল ৩ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ আজ রাত ৯ টায় মরহুমের গ্রামের বাড়ী বরিশাল জেলার উজিরপুর উপজেলার হস্তিশুÐ গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।
মরহুম মু.আব্দুল হাই মোল্লার ইন্তিকালে আরও শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক মাষ্টার শফিকুল আলম, খুলনা মহানগরী সভাপতি আজীজুল ইসলাম ফারাজী।