শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য হতদরিদ্র শ্রমজীবী মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। অনেকে খোলা আকাশের নিচে রাতযাপন করে। অনেক ছিন্নমূল মানুষ পথেঘাটে ও ফুটপাতে ছেঁড়া কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকে। তাই এসমস্ত অসহায় শ্রমজীবী শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। তিনি গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সদর অঞ্চলের আলকরণ ওয়ার্ড পুর্বের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ-ই কথা বলেন।
ওয়ার্ড সভাপতি শহিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সদর অঞ্চলের সভাপতি মকবুল আহমদ ভুঁইয়া, শ্রমিকনেতা মুহাম্মদ বেলাল, সেলিম রেজা, আব্দু্ল হামিদ, মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ ইউনুফসহ ওয়ার্ড ও সদর অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য আরও বলেন, শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের সহযোগিতায় যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। অন্তত একজন একজন শীতার্ত গরিব মানুষকে শীতের কাপড় দিন। অসহায়কে সহায়তা করা আমাদের অনুসরণীয় অনুকরণীয় আদর্শ নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.-এর সুন্নাত। তিনি আমাদের নির্দেশ দিয়ে গেছেন, প্রতিবেশির হক আদায় করতে, গরিবকে সাহায্য দিতে, বস্ত্রহীনকে বস্ত্রদান করতে। গরিব-অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করা আমাদের যুগ যুগ ধরে লালিত সামাজিক মূল্যবোধ।
সুতরাং যার যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মনুষত্ববোধ সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধ্য অনুযায়ী অসহায় দরিদ্র শ্রমজীবীদের পাশে থাকার চেষ্টা করেছে। তিনি শীতার্ত মানুষের শীত লাঘব ও তাদের সহযোগিতার জন্য ফেডারেশনের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহবান জানান।