বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণের চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি, মুঃ জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম শোকবানী প্রদান করেছেন।
শোকবানীতে তিনি বলেন, মুঃ জয়নাল আবেদীন নিজ অবস্থান থেকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে তিনি আমৃত্যু সক্রিয়ভাবে ভুমিকা রেখে গেছেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন একজন আপোষহীন নেতা।ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান চির অম্লান হয়ে থাকবে।
শোক বানীতে তিনি আরো বলেন, মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য মুঃ জয়নাল আবেদীন ৬০ বছর বয়সে ২৭ জুলাই দুপুর ১২টায় ঢাকার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ নিজ গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ-সভাপতি মজিবুর রহমান ভূইয়া।ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণের উপদেষ্টা আব্দুস সাত্তার, খন্দকার দেলোয়ার হোসেন, এডভোকেট মোঃ শাহাজাহান হোসেন, ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি খায়রুল ইসলাম সহ স্থানীয় ট্রেডইউনিয়ন ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।তিনি স্ত্রী, ৩মেয়ে, ২ছেলে, আত্বীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে এই নশ্বর জগত ছেড়ে চির বিদায় গ্রহন করেছেন।