বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সিলেট বিভাগীয় সহ-সভাপতি আব্দুল মতিন ৭৩ বছর বয়সে ১২ আগষ্ট বুধবার সকাল ৯.৩০ মিনিটে বাধ্যক্ষজনিত সমস্যায় সিলেট উপশহরের নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আজ এক শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
শোকবাণীতে তারা বলেন, আব্দুল মতিন শ্রমিকদের মধ্যে দীর্ঘ দিন যাবত ইসলামের দাওয়াত দিয়েছেন এবং শ্রমিক সমাজের মুক্তি ও কল্যাণের জন্য সংগ্রাম করে গিয়েছেন। আব্দুল মতিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
নেতৃবৃন্দ শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য, মরহুম আব্দুল মতিন মৃত্যুকালে স্ত্রী ও ২ পুত্র, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।মরহুমের জানাযার নামাজ সিলেট উপশহরের বি – ব্লক জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে।