বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরীর সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন এর স্ত্রী মোসাঃ রোকসানা বেগম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম শোকবাণী প্রদান করেছেন।
শোক বানীতে তিনি বলেন, মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য মোঃ মোশাররফ হোসেন এর স্ত্রী মোসাঃ রোকসানা বেগম ৫৫ বছর বয়সে গত ৩ মে দুপুর ১.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়বেটিস সমস্যায় আক্রান্ত ছিলেন।
মরহুমার জানাযার নামাজ নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় অনুষ্ঠিত হয়। জানাযায় ফেডারেশনের মহানগরীর উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল কাইয়ুম শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভপতি মোঃ নুরুজজামান, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন, শ্রমিক নেতা আব্দুল্লাহ ফয়ছাল, নারায়ণগঞ্জ পূর্ব থানার উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন, দক্ষিণ থানার উপদেষ্টা সাঈদ তালুকদারসহ মহানগরী, থানা ও ট্রেড ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা শেষে পটুয়াখালী জেলার দশমিনা থানার, আলীপুরা ইউনিয়নের, দক্ষিণ চাঁদপুরা (মধুপুরা ) গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী ১ ছেলে, ১ মেয়ে, ও আত্মীয়-স্বজন অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে এই নশ্বর জগত ছেড়ে চির বিদায় গ্রহন করেছেন।