মিরপুরের বস্তিতে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় সামাজিক দায়বদ্ধতা থেকে সামর্থ্য বানদের পাশে দাড়াতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রুপনগর চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই কথা ব’লেন।
তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে লাখ লাখ মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে, অনাহারে, বস্ত্রহীন, আশ্রয়হীন ও অশ্রুসিক্ত নয়নে দিনাতিপাত করছে।এই দুঃসময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, সর্বস্বান্ত ও আশ্রয়হীনদের জন্য সরকারের পক্ষথেকে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ না করায় আমরা অত্যন্ত মর্মাহত।তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, স্মরণকালের এই ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে আন্তরিকভাবে মর্মামত হন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান। তিনি দ্রুত অগ্নিনির্বাপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের অতিদ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
পরে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সরেজমিন দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন,পরিদর্শনকালে সাধারণ মানুষসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যদের সাথে একান্তে কথা বলেন। তিনি এই বিপদে মনোবল না হারিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা রেখে ও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে ক্ষতিগ্রস্তদের পরামর্শ দেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন।