বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে গনমানুষের সংগঠন, শ্রমিকদের অধিকার আদায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে এগিয়ে নিতে হলে সেক্টর ভিত্তিক কাজকে আরও গতিশীল করতে হবে বলে মনে করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সেক্টর দায়িত্বশীলদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ-ই কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান,গোলাম রব্বানী, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, এডভোকেট আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন, দফতর সম্পাদক আবুল হাশেম প্রমুখ।
সভাপতির বক্তব্য তিনি আরও বলেন, আমরা যদি প্রতিটি শ্রমিকের কাছে ইসলামী শ্রমনীতির অনিবার্যতা তুলে ধরতে চাই তাহলে আমাদেরকে সেক্টর ভিত্তিক কাজকে ভাগ করে প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছাতে হবে।আর এ-র জন্য সেক্টর ভিত্তিক কাজকে আরও গতিশীল করতে হবে এবং এ-র জন্য সেক্টর দায়িত্বশীলদের ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে।
জনাব শামসুল ইসলাম ট্রেড ইউনিয়নের গুরুত্ব তুলে ধরে সেক্টর দায়িত্বশীলদের উদ্দেশ্য বলেন, শ্রমজীবী মানুষদের একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ করতে না পারলে একদিকে যেমন ট্রেড ইউনিয়ন বিরোধী শক্তিকে প্রতিহত করা যাবেনা তেমনিভাবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলা যাবেনা।তাই অধিকার আদায়ে শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হতে সেক্টর ভিত্তিক কাজ করতে হবে।প্রতিটি সেক্টরে শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে সেক্টর দায়িত্বশীলদের যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। কারণ শ্রমিক ঐক্য যে কোন দাবি আদায় ও অসম্ভবকে সম্ভব করতে পারে।