বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শাহ আব্দুল হান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম শাহ আব্দুল হান্নানের দেশ ও জাতির প্রতি অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, জনাব শাহ আবদুল হান্নান ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, অর্থনীতিবিদ ও সমাজসেবক। বহুগুণে গুণান্বিত শাহ আবদুল হান্নান বাংলাদেশ সরকারের একজন আমলা হিসেবে কর্মজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিচক্ষণতা, সততা ও ন্যায়-নীতির প্রতিক ছিলেন। তার আদর্শিক কর্মের মাধ্যমে সর্বমহলে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। শাহ আবদুল হান্নান বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর, দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের ব্যাকিং বিভাগ, সমাজ কল্যাণ ও সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ছিলেন। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ভ্যাট চালুর অন্যতম প্রবক্তা ছিলেন। তিনি সমাজ সংস্কার ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দারুল ইহসান ও নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ছিলেন। তিনি ইসলামী অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, ইবনে সিনা ট্রাষ্ট ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, শাহ আবদুল হান্নান খুবই সাদাসিধে জীবন-যাপনে অভ্যস্ত ছিলেন। অমায়িক ব্যবহারের পাশাপাশি তার ক্ষুরধার লেখনি দিয়ে সম-সাময়িক বিষয় ও ইসলামী আদর্শ জাতির সামনে আমৃত্য তুলে ধরেছেন। তার মত আদর্শিক ব্যক্তির শূণ্যতা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য মরহুম শাহ আবদুল হান্নান আজ সকাল ১০ টা ৩৭ মিনিটে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা ধানমন্ডি ইদগাহে ও দ্বিতীয় জানাযা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হবে। দুটি জানাযা শেষে মরহুমকে শাহাজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।
শ্রমিক নেতা গোলাম মর্তুজা-এর ইন্তিকালে শ্রমিক কল্যাণের শোকবার্তা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক গোলাম মর্তুজা (৫৭) আজ ভোর ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন...