বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আজ এক যৌথ বিবৃতিতে ভারতের সুপ্রিম কোর্টে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভীর পবিত্র কোরআনুল কারীমের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে তা পরির্বতনের দাবীতে করা রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, বিশ্বের কোটি কোটি মুসলামের ন্যায় অমুসলিমরাও বিশ্বাস করে পবিত্র কোরআনুল কারীম নাযিলের পর থেকে আজ পর্যন্ত অবিকৃত আছে এবং থাকবে। আল্লাহ তা’লায়ার নিজেই পবিত্র কোরআনুল কারীমের সংরক্ষণকর্তা। সুতরাং পবিত্র কোরআনের ২৬টি আয়াত তো দূরের কথা একটি অক্ষরও নিয়ে সংশয় থাকার সুযোগ নেই। যারা এইসব অযৌক্তিক মিথ্যা অপবাদে কোরআনুল কারীমকে কালিমালিপ্ত করতে চায় তারা মুসলমান নাম ধারী ভিন্ন জাতিগোষ্ঠীর এজেন্ট। এরা মানসিকভাবে অসুস্থ।
নেতৃবৃন্দ বলেন, ওয়াসিম রিজভী ইসলামের ৩জন মহান খলিফার বিরুদ্ধে কোরআনুল কারীম পরিবর্তনের যে নিকৃষ্ট অপবাদ দিয়েছেন তা ইতিহাসের নির্মম মিথ্যাচার ও তার কুরুচির পরিচায়ক। ওয়াসিম রিজভী ও তার সংগঠন বিশ্বের শান্তিপ্রিয় মুসলমানদের আকিদা বিশ্বাস ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। পবিত্র কোরআনুল কারীম সমগ্র বিশ্বের মানবতার মুক্তির সনদ। আজ পৃথিবীব্যাপী শান্তি শৃঙ্খলা নষ্টের পিছনে রয়েছে ওয়াসিম রিজভীর মত নির্বোধ মানুষেরা। যারা কোরআনের কাছ থেকে মানুষদের দূরে রেখে পৃথিবীতে অরাজকতা ও ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতে চায়। তাদের এই ষড়যন্ত্রের পদে পদে বাঁধা আল কোরআন। তাই আজকের এই রিট মূলত সারা বিশ্বে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা বলে আমরা মনে করি।
নেতৃবৃন্দ আরও বলেন, ভারতের বর্তমান সরকার ধর্মনিরপেক্ষতার আড়ালে, বারংবার মুসলমান ও ইসলাম নিয়ে একের পর এক ষড়যন্ত্রের বীজ বোপন করে ভারতের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে চায়। আমরা ভারত সরকারকে হুশিয়ারী দিয়ে বলে দিতে চাই, আজকের ভারতের সভ্যতার নির্মাণের কারিগর মুসলমানরা। ভারতের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম মিশে আছে। যা চাইলে ধূলার সাথে উড়িয়ে দেওয়া যাবেনা বরং যারা ইসলামকে উড়িয়ে দিতে চেয়েছিল তারাই আজ বিলীন হয়ে গেছে। সুতরাং এই সব নাটক বন্ধ করুন। অবিলম্বে রিট বাতিল করে ওয়াসিম রিজভীর এই দুঃসাহস দেখানোর শাস্তি দিন। অন্যথায় সারা বিশ্বের মুসলমানরা আপনাদের সৃষ্ট নাটক দেখে চুপ করে থাকবে না। আপনাদের প্রতিটি ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুসলমানরা সদা প্রস্তুত।