বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ২৩ অক্টোবর শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি জনাব রুহুল আমিন গাজীকে গত ২১ অক্টোবর সন্ধ্যায় তার কর্মস্থল দৈনিক সংগ্রাম অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।২০১৯ সালের ডিসেম্বর মাসে সরকার তার বিরুদ্ধে ডিজিটাল আইন ও দ-বিধির ১২৪-ক ধারায় মামলা দায়ের করে। উক্ত মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তাকে হয়রানি করার হীনউদ্দেশ্যে নন এফ আই আর মামলায় প্রসিকিউশন দাখিল করে, মূল মামলায় জামিনে থাকা সত্ত্বেও গ্রেফতার করে সরকার সংবিধান ও মৌলিক মানবাধিকার সুস্পষ্টভাবে লংঘন করেছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।তিনি বলেন, ইতোপূর্বেও দৈনিক সংগ্রামের প্রবীণ সম্পাদক, সাংবাদিক আবুল আসাদকে গ্রেপ্তার করে অন্তরীণ রেখেছে।এধরণের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকান্ডে আমরা বাকরুদ্ধ , বলার কোনো ভাষা নেই আমাদের।
তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজীসহ সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।