বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।
প্রধান অতিথি শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, দুনিয়াবাসীকে মহানবী হযরত (সাঃ) যে শোষণমুক্ত অর্থনীতি বাস্তবায়িত করে দেখিয়ে গেছেন তা বিশ্বের শ্রমিক আন্দোলন ও মানবাধিকার আন্দোলনের জন্য এক সুস্পষ্ট দিক-নির্দেশনা। এ নীতি বাস্তবায়নের মাধ্যমেই পৃথিবীর শোষিত, নির্যাতিত, মেহনতী, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।যা বাস্তবায়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। তাই আসুন, মানবরচিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতি কিংবা উভয় নীতির মিশ্রিত শোষণ-বঞ্চনা ও গোলামীর জিঞ্জির থেকে দুঃখী শ্রমজীবী মানুষের মুক্তির পথ রচনা করি এবং বিশ্বমানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম -এর শোষণমুক্ত ইসলামী অর্থনীতি ও সমাজনীতি বাস্তবায়নের পথে এগিয়ে যাই।