নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মুসল্লি নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান ৫সেপ্টেম্বর শনিবার এক যৌথ শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তারা বলেন, ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় ভয়াবহ বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হলে ১৪ জন মারা যান। প্রায় ৪০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ধরনের মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আমরাও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু-সুস্থতা কামনা এবং তাদের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
নেতৃবৃন্দ আহত ও নিহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের করতে সরকারের প্রতি আহবান জানান।