সভাপতি

আ ন ম শামসুল ইসলাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং শ্রমিক নেতা। তিনি একজন সাবেক জাতীয় সংসদ সদস্য। তিনি চট্টগ্রাম-১৪ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্যক্তিগত জীবন:

শামসুল ইসলাম ১৯৫৭ সালের পহেলা মার্চ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আলী মিঞা এবং মাতার নাম হাফেজা আমেনা খাতুন। তার পিতা একজন সরকারি কর্মকর্তা ছিলেন।

রাজনৈতিক জীবন:

শামসুল ইসলাম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৮১ থেকে ১৯৮৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির নেতৃত্ব প্রদান করেন। ১৯৮৫ থেকে ১৯৮৭ জাতীয়ভাবে ছাত্ররাজনীতির নেতৃত্ব দেন। তিনি ১৯৮৬-৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি (ভি.পি.) পদে নির্বাচনে অংশগ্রহণ করেন।

শামসুল ইসলাম ১৯৮৯ সালে বৃহত্তর রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দান দেন। ১৯৯৯ সালে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন। ২০০০ চট্টগ্রাম মহানগর বিরোধী রাজনৈতিক জোটের যুগ্ম আহ্বায়ক নিযুক্ত হন। ২০০১ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সি.ডি.এ.)-র সদস্য মনোনীত হন। ২০১৭ সালের (০১ জানুয়ারী) আ ন ম শামসুল ইসলাম বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।

শামসুল ইসলাম ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে তিনি প্রাথী হিসেবে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

তিনি ২০২০ সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হোন।

কারাজীবন:

তিনি পরপর চারবার কারাবরণ করেন।