বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মহান স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় রাজধানী মতিঝিল শাপলা চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। র্যালীতে নেতৃত্ব দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। এতে আরো অংশ নেন মহানগরী সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সহকারী সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, মহানগরী সহকারী সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গার্মেন্টস কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, ঢাকা মহানগর লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন সভাপতি মীর মুহাম্মদ জুলহাস, মহানগরী নির্বাহী সদস্য মোঃ মাহবুবুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা সামিউল ইসলাম, ফয়সাল আমীন, আমিনুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ আলম মিয়া সহ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশনের মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০তম বর্ষে পদাপর্ণের কাছাকাছি চলে আসলেও এখনো এই দেশের শ্রমজীবী মানুষের ঘরে স্বাধীনতার কাঙ্খিত স্বাদ পৌঁছায়নি। এখনও অহরহ সারাদেশে শ্রমিকদের ওপর শোষণ নিপীড়ন চলছে। শ্রমজীবী মানুষেরা তাদের রক্ত ঘামের যথাযথ পারিশ্রমিক এখনো পায়না। এখনোও মালিক পক্ষের রোষানলে পড়ে শ্রমিকদের স্বাভাবিক কর্মঘন্টার অধিক কাজ করতে হচ্ছে। এতকিছুর পরও শ্রমিকদের নূন্যতম মজুরী বুঝিয়ে দিতে মালিক পক্ষ টালবাহানা ছলছাতুরীর আশ্রয় নিচ্ছে। তিনি সকল শ্রমজীবী মানুষদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে এসে আগামী দিনের আন্দোলন সংগ্রাম কে জোরদার করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার উদাত্ত আহবান জানান।